ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কপোতাক্ষ নদ পরিদর্শনে খুলনা বিভাগীয় কমিশনার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
কপোতাক্ষ নদ পরিদর্শনে খুলনা বিভাগীয় কমিশনার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

তালা(সাতক্ষীরা): খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ বলেছেন, ১০ জনের উপকারের স্বার্থে ব্যক্তি স্বার্থ ত্যাগ করতে হবে। কপোতাক্ষ নদ খনন নিয়ে কোনো রকম হৈ-চৈ করা যাবে না।

যেকোনো মূল্যে কপোতাক্ষ নদ খনন প্রকল্প বাস্তবায়ন করতে হবে। এজন্য সুবিধা-অসুবিধা থাকবে, তা সবাইকে মেনে নিতে হবে।

তিনি বলেন, কপোতাক্ষ নদের নাব্যতা ফিরাতে সিএস ম্যাপ অনুযায়ী কপোতাক্ষ নদ খনন করা হবে। এজন্য যদি কেউ ক্ষতিগ্রস্ত হন, তাদের ক্ষতি পুষিয়ে দেওয়া হবে। যেহেতু কপোতাক্ষ নদ এলাকার মানুষের প্রাণ। কপোতাক্ষ বাঁচলে এলাকার মানুষ বাঁচবে।

সোমবার(৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় তালা ও পাইকগাছা উপজেলার কপোতাক্ষ নদ খনন এলাকা পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।

এসময় সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তুফা লুৎফুল্লাহ, খুলনা৬ (পাইকগাছা-কয়রা) সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল হক, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী কে এম আনোয়ার হোসেন,পানি উন্নয়ন বোর্ড যশোরের নির্বাহী প্রকৌশলী অখিল কুমার সমাদ্দার, সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল হাসান, খুলনা জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, পাইকগাছা উপজেলা চেয়ারম্যান স.ম. বাবর আলী, পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবির উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে কপিলমুনি সহচারী বিদ্যামন্দির বিদ্যালয়ে সবার উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতি ক্রমে সিএস ম্যাপ অনুযায়ী কপোতাক্ষ নদ খননের সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।