ঝিনাইদহ: জমি নিয়ে বিরোধের জের ধরে বড় ভাই ও ভাতিজার শাবলের আঘাতে নাসির উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (৪ জানুয়ারি) রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
এর আগে, সোমবার বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের রাধানগর গ্রামে হামলায় আহত হন তিনি।
নিহত নাসির উদ্দিন ওই গ্রামের জালাল উদ্দিন বিশ্বাসের ছেলে।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে নাসির উদ্দিনের সঙ্গে তার ভাইয়ের পারিবারিক বিরোধ চলে আসছিল। সোমবার বিকেলে কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ভাই আব্দুর রশিদ, লুৎফর ও ভাতিজা হাসানসহ বেশ কয়েকজন তাকে শাবল ও লাঠিসোটা দিয়ে মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে পরবর্তীতে ঢাকা মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেও চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।
সাগান্না ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন আল মামুন বাংলানিউজকে নাসির উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (সার্কেল) গোপিনাথ কাঞ্জিলাল বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করে জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৬
এমজেড