ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কাশিমপুরে যুদ্ধাপরাধ মামলার আসামিসহ দুই বন্দির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৬
কাশিমপুরে যুদ্ধাপরাধ মামলার আসামিসহ দুই বন্দির মৃত্যু

গাজীপুর: কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন দুই বন্দি।

নিহতদের মধ্যে একজন হলেন কক্সবাজারের মহেশখালি থানা এলাকার মো. জিন্নাত আলী ওরফে জিন্নত (৬৫), তিনি যুদ্ধাপরাধ মামলার আসামি।

অপরজন আব্দুল গফুর (৪৫)। তিনি স্ত্রী হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী থানায়।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সুপার মো. মিজানুর রহমান জানান, সোমবার (৪ জানুয়ারি) মধ্যরাতে বুকে ব্যথা অনুভূত হলে জিন্নত আলীকে প্রথমে কারা হাসপাতালে ও পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোমবার (৪ জানুয়ারি) দিবাগত রাত পৌনে একটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তিনি ৫ মাস ধরে এ কারাগারে রয়েছেন। জিন্নত যুদ্ধাপরাধ মামলার আসামি। আদালতে তার মামলা বিচারাধীন রয়েছে।

এছাড়া স্ত্রী খুনের মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল গফুর সোমবার (৪ জানুয়ারি) বিকেলে বুকে ব্যথা অনুভব করলে প্রথমে তাকে কারা হাসপাতালে ও পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খুনের মামলায় গ্রেপ্তারের পর ২০১২ সাল থেকেই এ কারাগারে বন্দি ছিলেন তিনি। স্ত্রী খুনের মামলায় ফাঁসিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন তিনি।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. আব্দুস সালাম সরকার জানান, তাদের দুইজনকেই মৃত অবস্থায় এ হাসপাতালে আনা হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।