ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জামায়াতের হরতাল প্রতিহত করবে গণজাগরণ মঞ্চ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
জামায়াতের হরতাল প্রতিহত করবে গণজাগরণ মঞ্চ ছবি: রানা/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বুদ্ধিজীবী হত্যাসহ একাত্তরে গণহত্যা ও ধর্ষণের দায়ে আলবদর বাহিনীর সুপ্রিম কমান্ডার মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে ডাকা জামায়াতের হরতাল প্রতিহত করবে গণজাগরণ মঞ্চ।

বুধবার (০৬ জানুয়ারি) সকালে দলটি বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকার পরে ওইদিন সকাল ১০টা থেকে শাহবাগে অবস্থান নেওয়ার কর্মসূচি হাতে নেয় গণজাগরণ মঞ্চ।



মঞ্চের সংগঠক জীবনানন্দ জয়ন্ত বাংলানিউজকে এ তথ্য জানান।

এর আগে সকাল নয়টায় দেশের এই শীর্ষ যুদ্ধাপরাধীর মানবতাবিরোধী অপরাধ মামলার সংক্ষিপ্ত আকারে চূড়ান্ত এ রায় দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ।

বাংলাদেশ সময়: ১১১৯ জানুয়ারি ০৬, ২০১৬
‌ইইউডি/এটি

** এ রায় সেই রাজনীতিকদের গালে চপেটাঘাত
** শাহবাগে গণজাগরণ মঞ্চের অবস্থান
** পাকিস্তান দূতাবাসে তালা লাগানোর দাবি গণজাগরণ মঞ্চের

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।