ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ধামরাইয়ে এক বাড়িতে ডাকাতি

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৫, জানুয়ারি ৬, ২০১৬
ধামরাইয়ে এক বাড়িতে ডাকাতি

ধামরাই (ঢাকা): ধামরাই উপজেলার কুশরা এলাকায় এক কলেজ কেরাণীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে ৩ লাখ টাকার মাল লুট হয়েছে বলে অভিযোগ উঠে।



বুধবার (০৬ জানুয়ারি) ভোরে উপজেলার কুশরা নবযুগ ডিগ্রি কলেজের কেরাণী সুরেশ সাহার বাড়িতে ১০-১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল বাড়ির দরজা ভেঙে লুটপাট চালায়।

এ সময় ডাকাতরা নগদ টকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৩ লাখ টাকার মাল লুট করেছে বলে দাবি করেন সুরেশ। বাধা দিতে গিয়ে তিনি ডাকাতদের আঘাতে আহতও হন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক জানান, ডাকাতির কোনো অভিযোগ থানায় এখনও আসেনি। তাই এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।