ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে সওজ প্রকৌশলীর ওপর ঠিকাদারের হামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
সিলেটে সওজ প্রকৌশলীর ওপর ঠিকাদারের হামলা ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

সিলেট: সিলেটে সড়ক ও জনপথ (সওজ) প্রকৌশলীর ওপর ঠিকাদারের নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে। এতে সওজের উপ বিভাগীয় প্রকৌশলী খোরশেদ আলমসহ তিনজন আহত হয়েছেন।



আহত অন্যরা হলেন- সওজের অফিস সহকারী এরশাদ ও ফরিদ আহমদ।

বুধবার (০৬ জানুয়ারি) বিকেলে নগরীর চৌহাট্টা সওজ কার্যালয়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দরপত্রের মাধ্যমে সিলেটের জাফলং সড়কের সংস্কার কাজ পান ঠিকাদার আকবর আলী ও মিন্টু। বুধবার ঘটনার সময় এ দুই ঠিকাদারকে অফিসে তলব করে নিম্নমানের ইট দিয়ে কাজ চলার বিষয়ে কৈফিয়ত চান প্রকৌশলী খোরশেদ আলম।

এসময় উত্তেজিত হয়ে ওঠেন দুই ঠিকাদার। নগরীর পাঠানটুলার বাসিন্দা ঠিকাদার নান্টু মোবাইল ফোনে তার লোকজনকে খবর দিয়ে প্রকৌশলীর ওপর হামলা চালান।

এসময় ১২/১৩টি মোটর সাইকেলে অজ্ঞাত যুবকরা এসে অফিসে ঢুকে প্রকৌশলী ও দুই অফিস সহকারীকে মারধর করে।

সিলেট মহানগরীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে সওজ কর্তৃপক্ষের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তবে হামলাকারীদের কাউকে আটক করা যায়নি।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।