ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বেনাপোল সীমান্তে ১৬ বাংলাদেশি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
বেনাপোল সীমান্তে ১৬ বাংলাদেশি আটক ছবি: প্রতীকী

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোলে সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের সময় ১৬ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বুধবার (৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে ভারত সীমান্তবর্তী গ্রাম বেনাপোলের পুটখালী ও সাদিপুর থেকে তাদের আটক করা হয়।

তবে এ সময় পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

আটকরা হলেন, আফিজুল (২১), রেজাউল ইসলাম (১৮), আব্দুস সালাম (২৫), বিবেকানন্দ (২০), আব্দুল জব্বার (৬২), রাসেল হোসেন (২০), উজ্জ্বল (৩৫), ভগবতী (৩২), বেদেনা (৫০), রাখি (৩২), সবিতা (২৭), রাজু আহমেদ (২৬), আসিফ (২২), নুরুল (৩২), সুশান্ত (৩৪) ও সুরুজ (৩০)। তাদের বাড়ি যশোর, বরিশাল, নড়াইল ও ঢাকার বিভিন্ন এলাকায়।

২৩ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের সুবেদার গোলাম আহমেদ ও ২৬ ব্যাটালিয়নের আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুল হামিদ বাংলানিউজকে জানান, অবৈধভাবে পারাপারের সময় সীমান্ত এলাকা থেকে এসব বাংলাদেশিদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জহুরুল জানান, আটকদের বিরুদ্ধে অবৈধ পারাপারের অভিযোগে মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।