রাজশাহী: রাজশাহী মহানগরীর কোর্ট স্টেশন সংলগ্ন ওয়ালটনের শো-রুমে চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার (০৮ জানুয়ারি) ভোরের দিকে এ চুরির ঘটনা ঘটে।
এ ঘটনায় শো-রুমের মালিক মহিদুল হক শুক্রবার রাতে রাজপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
মহিদুল হক বলেন, শুক্রবার ভোরের দিকে তিন থেকে চারজন চোর শো-রুমের পেছন দিকের ওয়ালের অ্যাডজাস্ট ফ্যানের স্থানটি ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় তারা শো-রুমের টেবিলের ড্রয়ার ও ফাইল কেবিনেটের লক ভেঙে কাগজপত্র তছনছ করে।
পরে চোরেরা ড্রয়ারে থাকা নগদ ১০ হাজার টাকা নিয়ে যায়। এছাড়া শো-রুমের ভেতরেই তার ব্যক্তিগত চেম্বারের ড্রয়ার থেকে ২৫ হাজার টাকা নেয়। অন্য ইলেকট্রনিক পণ্য সামগ্রী নিয়ে গেছে কিনা তা এখনও ভালোভাবে দেখা হয়নি বলে জানান তিনি।
রাজশাহীর রাজাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, অভিযোগ দায়েরের পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য অভিযান চলছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২২২২ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫
এসএস