গাইবান্ধা: গাইবান্ধায় বিএনপি-জামায়াতের বিগত টানা অবরোধ-হরতালের সময় নিহত ও আহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তা দিয়েছে সোনালী ব্যাংক।
সোমবার (১১ জানুয়ারি) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি সোনালী ব্যাংকের ১৭ লাখ ৪৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন।
সোনালী ব্যাংকের গাইবান্ধা প্রিন্সিপাল শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সোনালী ব্যাংক রংপুরের জেনারেল ম্যানেজার মাহবুবুর রহমান, গাইবান্ধার জেলা প্রশাসক আব্দুস সামাদ ও পুলিশ সুপার আশরাফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে নিহতদের প্রতিজনের পরিবারকে ৫৫ হাজার টাকা ও আহতদের প্রত্যেককে ৩৫ হাজার টাকা করে দেওয়া হয়।
গাইবান্ধা ও সদর উপজেলার তুলসীঘাটে অবরোধ চলাকালে জামায়াত-শিবিরের হামলা, ককটেল বোমা ও পেট্রোলবোমার ঘটনায় ১২ জন নিহত এবং ৩১ জন গুরুতর আহত হন।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
এসআর