নোয়াখালী: বনের গাছ নষ্ট করার অভিযোগে ১২০টি মহিষ আটক করেছে বন বিভাগ। এ সময় মহিষ পালক রাখালদের হামলায় বন বিটের এক কর্মকর্তা ও চার কর্মচারী আহত হয়েছেন।
সোমবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বুড়িরচরের সাগরিয়া রেঞ্জের বন বিভাগে হামলার এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- বন বিটের কর্মকর্তা ফারুক হোসেন, প্রহরী নবীর হোসেন, রফিকুল ইসলাম, আবু সুফিয়ান ও আব্দুল মালেক।
সাগরিয়া রেঞ্জের রেঞ্জার খোরশেদ আলম ভূঁইয়া জানান, সন্ত্রাসীরা আলাদী গ্রামের বনে মহিষ দিয়ে গাছ নষ্ট করছে এবং সেখান থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে -এমন সংবাদের ভিত্তিতে বন বিভাগের লোকজন ওই এলাকায় গিয়ে গাছ নষ্ট করা অবস্থায় ১২০টি মহিষ আটক করে।
এর জের ধরে ১৫/১৬ জন মহিষ পালক রাখাল দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে বিট কর্মকর্তাসহ পাঁচ জন আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক মহিষ ও আহত ব্যক্তিদের উদ্ধার করে। আহতদের মধ্যে প্রহরী নবীর হোসেনকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সাগরিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বাংলানিউজকে বলেন, খবর পেয়ে আমরা বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উদ্ধার করি। এ ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
এমজেড