ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাকাব কর্মকর্তা এসএম হেলালের ইন্তেকাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
রাকাব কর্মকর্তা এসএম হেলালের ইন্তেকাল এসএম হেলাল

রাজশাহী: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) নীলফামারী জোনের জোনাল ব্যবস্থাপক এসএম হেলাল আর নেই(ইন্নালিল্লাহি .......... রাজিউন)। সোমবার (১১ জানুয়ারি) ভোর ৫টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি।



মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

রাকাবের জনসংযোগ কর্মকর্তা গাজী সালাউদ্দিন আহমেদ জানান, এস এম হেলাল সুদীর্ঘ চাকুরি জীবনে শাখা ব্যবস্থাপক, জোনাল নিরীক্ষা কর্মকর্তা ও জোনাল ব্যবস্থাপক হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে তার দায়িত্ব পালন করেছেন।

দিনাজপুরের বালুয়াডাঙ্গা মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে বিকেলে ফরিদপুর পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।

এসএম হেলালের মৃত্যুতে রাকাব পরিচালনা পর্ষদ, ব্যাংক ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, রাকাব অফিসার্স অ্যাসোসিয়েশন, রাকাব অফিসার্স ফোরাম, রাকাব কর্মচারী সংসদ (সিবিএ), বঙ্গবন্ধু পরিষদ ও মুক্তিযোদ্ধা প্রাতিষ্ঠানিক কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। তার বিদেহি আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।

বাংলাদেশ  সময়: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
এসএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।