ব্রাহ্মণবাড়িয়া: 'অন্ধকার দূর হোক আলোর মশালে'- এ প্রত্যয় নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা মঞ্চে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে।
শুক্রবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক ফোরাম আয়োজিত মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সংস্কৃতিকর্মী, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, শিশু-কিশোর ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার এক ছাত্র নিহতের জেরে গত ১২ জানুয়ারি দিনভর সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গণসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে এ মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
সন্ধ্যা ছয়টার দিকে মোমবাতি প্রজ্জ্বলনের সূচনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।
এ উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক ফোরামের সভাপতি সাংবাদিক পীযূষ কান্তি আচার্য। নৃত্য প্রশিক্ষক আব্দুল মতিন শিপনের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, সহ সভাপতি একেএম শিবলী, ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের আহ্বায়ক আল আমীন শাহীন, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক সমিতির সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, আওয়ামী লীগ নেতা গোলাম মহিউদ্দিন খোকন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আবরনি'র নির্বাহী পরিচালক হাবিবুর রহমান পারভেজ।
বক্তারা বলেন, যে সব দানবের মাঝে এই আধূনিক যুগেও অন্ধকার লুকিয়ে আছে, যারা মুক্তিযুদ্ধের চেতনার উপর-সংস্কৃতির উপর হামলা করে সে সব দানবদের ভেতরের অন্ধকার যেন দূর হয় এ আলোর মশালে। এ সময় বক্তারা ভিডিও ফুটেজ দেখে দোষীদের গ্রেফতারের দাবি জানান।
বাংলাদেশ সময়: ২৩৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
আরএ