ঝিনাইদহ: সামাজিক কোন্দলের জের ধরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মহাব্বতপুর গ্রামে দু’দল গ্রামবাসীর মধ্যে সংর্ঘষে নারীসহ ১০ জন আহত হয়ছেন।
শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন, মহব্বতপুর গ্রামের মাহাতাব আলীর ছেলে আবু বক্কর (৪৫), আব্দুস সাত্তার (৬০), সোরয়ারের ছেলে নাজের (৪০), মনির উদ্দীনের ছেলে মিজানুর রহমান (৩৮), আলীমুদ্দীনের ছেলে আইনুদ্দীন (৪৫), মহিদুল ইসলাম (৪০) আব্দুস সাত্তার, হারুন অর রশিদ (৪২), নাইম উদ্দীনের ছেলে মনির উদ্দীন (৪০), সবুর আলীর মেয়ে মমেনা খাতুন (৩৪), ও মনিরা খাতুন (৪৫) সহ অন্তত ১০ জন। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
আহত মনিরা খাতুন বাংলানিউজকে জানান, সামাজিক কোন্দলের জের ধরে ওই গ্রামের আব্দুল সাত্তার ও মনির উদ্দীনের মধ্যে বাক- বিতণ্ডা হয়। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়।
এদের মধ্যে হারুণ-অর-রশিদ ও মনিরুদ্দীনের অবস্থার অবনতি হলে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোজাম্মেল হক বাংলানিউজকে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
আরএ