ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জুডিশিয়াল সার্ভিস

বেতন-ভাতা বাস্তবায়নে মন্ত্রিসভা কমিটি গঠন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
বেতন-ভাতা বাস্তবায়নে মন্ত্রিসভা কমিটি গঠন

ঢাকা: বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বাস্তবায়নে মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়।


 
বুধবার (১৩ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ মঙ্গলবার (১২ জানুয়ারি) স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে ।
 
প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ সরকার আনুষঙ্গিক সকল দিক পর্যালোচনা করিয়া বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন কর্তৃক দাখিলকৃত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের বেতন-ভাতাদি ও অন্যান্য সুযোগ সুবিধা সংক্রান্ত প্রতিবেদন-২০১৫ বাস্তবায়নের বিষয়ে সুপারিশ প্রদানের জন্য মন্ত্রিসভা কমিটি গঠন করে’।
 
কমিটির প্রধান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত (সভাপতি) ছাড়াও অন্য সদস্যরা হলেন- শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, আইনমন্ত্রী আনিসুল হক, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক (চুন্নু) এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।
 
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
এসএমএ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।