ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে পানিতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
ফরিদপুরে পানিতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

ফরিদপুর: ফরিদপুরের সদর উপজেলার মামুদপুর গ্রামে পানিতে ডুবে পার্থ পোদ্দার (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।



শহরের লাল বাজার এলাকার অরুণ পোদ্দারের ছেলে পার্থ নাটোর জেলার এন এস সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র।

রোববার (১০ জানুয়ারি) মামা লিখন দে’র বাড়িতে ফরিদপুর বেড়াতে এসেছিল পার্থ।

লিখন দে জানান, পার্থ ও তার ছেলে স্থানীয় প্রীতম বাড়ির পাশে কুমার নদে গোসল করতে যায়। পার্থ সাঁতার না জানায় গোসলের এক পর্যায়ে পানিতে ডুবে যায়। পরে ফরিদপুর দমকল বাহিনীর একটি দল আধা ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করে।

প্রীতম জানান, দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ইন্টার্ন চিকিৎসকরা জরুরি বিভাগে তালা ঝুলিয়ে দেওয়ায় সেখানে পার্থর কোনো চিকিৎসা হয়নি। পরে প্রায় তিন কিলোমিটার দূরে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে দুপুর দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক গণেশ কুমার আগরওয়ালা তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
আরকেবি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।