ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে ২ ইটাভাটা মালিককে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
বরিশালে ২ ইটাভাটা মালিককে জরিমানা

বরিশাল: বরিশালে দুই ইটাভাটার মালিককে এক লাখ টাকা করে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার (১৩ জানুয়ারি) বরিশালের উজিরপুর উপজেলার সাকরাল ও পরমান্দসাহা এলাকায় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।



পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে বিকেলে বিষয়টি নিশ্চিত করা হয়।

অবৈধভাবে পরিচালিত ড্রাম চিমনির ইটভাটা এবং জিগজ্যাগে রূপান্তর করা হয়নি এমন ১২০ ফুট চিমনির ইটভাটার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে অভিযানে উজিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. রফিকুল ইসলাম নেতৃত্ব দেন। পাশাপাশি অভিযানে পুলিশ প্রশাসন সহাযোগিতা করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক সুকুমার বিশ্বাস, সিনিয়র কেমিস্ট কাজী সুমন, সিনিয়র টেকনিশিয়ান মীর মো. কাশেম মজুমদার ও পরিদর্শক বেগম আনজুমান নেছা।

উজিরপুরের সাকরাল এলাকার মেসার্স মোস্তফা ব্রিকস এর প্রোপাইটর হাজী মো. মোস্তফাকে এক লাখ টাকা ও পরমান্দসাহা এলাকার মেসার্স খান ব্রিকস এর প্রোপাইটর মো. আ. কাইউম খানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

দু’টি ইটভাটায় মোট দুই লাখ টাকা জরিমানা ধার্য করে তাৎক্ষণিক তা আদায় করা হয়। ড্রাম চিমনি ভেঙে ফেলাসহ ইটভাটায় প্রজ্জলিত আগুন ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে নিভিয়ে ফেলা  হয় এবং প্রস্তুতকৃত বিপুল পরিমাণ কাঁচা ইট ধ্বংস করা হয়।

এছাড়াও কার্যক্রম বন্ধ রাখার জন্য তাৎক্ষণিক চূড়ান্ত নোটিশ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।