চাঁদপুর: চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ থেকে ছয় লাখ ৬০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার রাত ১টা থেকে বুধবার (১৩ জানুয়ারি) ভোর ৫টা পর্যন্ত চাঁদপুর কোস্টগার্ড টহল সদস্যরা মেঘনা মোহনায় অভিযান চালিয়ে এসব কারেন্ট জাল জব্দ করে।
বুধবার বিকেলে জব্দকৃত কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশন থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. এম এনায়েত উল্লাহ বাংলানিউজকে জানান, নিয়মিত অভিযানে ঢাকা থেকে ছেড়ে আসা দক্ষিণাঞ্চলগামী এমভি প্রোটিলা লঞ্চ থেকে তল্লাশি করে এসব কারেন্ট জাল জব্দ করা হয়।
যার আনুমানিক মূল্য এক কোটি ৩১ লাখ ৬০ হাজার টাকা। পরে জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জালগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়।
বাংলাদেশ সময় ১৭৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
এএটি/আরএ