ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) ‘অনিষ্পন্ন’ অনুবিভাগ ‘অ্যান্টি-মানিলন্ডারিং’ অনুবিভাগের সঙ্গে একীভূত করা হয়েছে। অনিষ্পন্ন শাখার কার্যক্রম কমে আসার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
বুধবার (১৩ জানুয়ারি) এ বিষয়ে অফিস আদেশ জারি করেছে সংস্থার প্রশাসন বিভাগ।
দুদক সূত্র জানায়, ২০১৫ সালের ২৩ ডিসেম্বর কমিশন সভায় দুই অনুবিভাগ একীভূত করার সিদ্ধান্ত হয়। ‘অনিষ্পন্ন বিষয়াদি ও পরিদর্শন’ অনুবিভাগের কাজ কমে যাওয়ায় কমিশন এ সিদ্ধান্ত নেয়।
এছাড়া সম্প্রতি মানিলন্ডারিং প্রতিরোধ আইন সংশোধনীর মধ্য দিয়ে এ আইনের অধিকাংশ এখতিয়ার দুদকের কাছ থেকে অন্য সংস্থার হাতে চলে যাওয়ায় এ বিষয়ক পৃথক শাখা চালু রাখারও প্রয়োজনীয়তা বোধ করছে না কমিশন। ফলে বিভাগ দু’টিকে একীভূত করে কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে দুদকের ‘মহাপরিচালক, অনিষ্পন্ন বিষয়াদি ও পরিদর্শন’র দায়িত্বের বিষয়টি স্পষ্ট করা হয়নি পরিচালক (প্রশাসন ও সংস্থাপন) নিরু শামসুন্নাহার স্বাক্ষরিত অফিস আদেশে।
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
এডিএ/জেডএস