ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পুঠিয়ায় ডাল মিলে ডাকাতির চেষ্টাকালে আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
পুঠিয়ায় ডাল মিলে ডাকাতির চেষ্টাকালে আটক ১ শহীদুল ইসলাম

রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর এলাকায় বিসমিল্লাহ ডাল মিলে ডাকাতির চেষ্টার সময় শহীদুল ইসলাম (৪০) নামে এক ডাকাতকে গণপিটুনি দিয়ে থানায় সোপর্দ করেছে মিলের শ্রমিকরা।

বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে মঙ্গলবার (১২ জানুয়ারি) দিনগত রাত আড়াইটার দিকে তাকে আটক করা হয়।

শহীদুল নাটোরের উত্তর লালপুর উপজেলার রইস মণ্ডলের ছেলে।

মিল মালিক আলতাব হোসেন জানান, মঙ্গলবার দিনগত রাত আড়াইটার দিকে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-৬২০০) এসে মিলের মেইন গেটে এসে দাঁড়ায়। ট্রাকে থাকা ২০ থেকে ২৫ জনের একটি ডাকাত দল মিলের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।

প্রথমে ডাকাত দল শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে বেধে ফেলার চেষ্টা করে। ওই সময় কয়েকজন শ্রমিকে মারধর করে। এদের মধ্যে মিজান ও লালবর নামে দুই শ্রমিক গুরুতর আহত হন।
এ সময় কয়েকজন শ্রমিক মোবাইল ফোনে মিল মালিক আলতাব হোসেনকে ডাকাতির ঘটনা জানালে তিনি গ্রামবাসীদের নিয়ে ডাকাত দলকে ধাওয়া দেয়। ডাকাতরা ট্রাকে উঠে দ্রুত পালিয়ে গেলেও একজন ট্রাকে উঠতে ব্যর্থ হয়। পরে তাকে গণপিটুনি দিয়ে থানায় সোপর্দ করা হয়।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, এ ঘটনায় মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
এসএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।