ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ওআইসি’র জরুরি বৈঠক ব‍ৃহস্পতিবার, জেদ্দা যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
ওআইসি’র জরুরি বৈঠক ব‍ৃহস্পতিবার, জেদ্দা যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা: বৃহস্পতিবার (২১ জানুয়ারি) জরুরি বৈঠক ডেকেছে আন্তর্জাতিক ইসলামী সংস্থা দ্য অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)।

সদস্য দেশের প্রতিনিধি হিসেবে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীও (এএইচ মাহমুদ আলী) অংশ নেবেন।



মঙ্গলবার (১৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র বলছে, সংস্থার সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বৃহস্পতিবার সংস্থার সদর দফতর জেদ্দায় এ জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে।

সম্প্রতি ইরানের রাজধানী তেহরানে সৌদি আরব দূতাবাস ও মাশহাদে সৌদি কনস্যুলেটে হামলার বিষয়ে বৈঠকে আলোচনা হবে বলে কূটনীতিক সূত্র নিশ্চিত করেছে।  

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বৈঠকে অংশ নিতে ২০ জানুয়ারি, বুধবার রাতে সৌদির উদ্দেশে ঢাকা ছাড়বেন এএইচ মাহমুদ আলী।

বৈঠকে যোগদান শেষে ২২ জানুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে।

সম্প্রতি ইরানে এক শিয়া নেতার মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় প্রতিবাদে ফুঁসে ওঠে ইরান।

এরই অংশ হিসেবে শিয়া অধ্যুষিত দেশটির রাজধানী তেহরানে সৌদি দূতাবাসে হামলা চালায় উত্তেজিত জনতা। একই হামলা চালানো হয় মাশহাদে সৌদি কনস্যুলেটেও।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
জেপি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।