ঢাকা: বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি কর্মীদের কল্যাণ ও জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করা আমাদের সবার নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনের দ্বিতীয় তলায় ব্রিফিং সেন্টারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের রজতজয়ন্তী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, এক কোটি প্রবাসী কর্মীর কল্যাণের গুরু দায়িত্ব ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডকে অত্যন্ত আন্তরিকতা, নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করতে হবে। ভবিষ্যতে কর্মীদের দ্রুততম সময়ে এবং স্বচ্ছ উপায়ে সেবা প্রদানের লক্ষ্যে বোর্ডকে কর্মীদের কল্যাণে অত্যন্ত আধুনিক ও ডিজিটালাইজড বোর্ড হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।
প্রবাসী কল্যাণ বোর্ড আইন প্রণয়নের মাধ্যমে এ প্রতিষ্ঠানটিকে একটি শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে।
প্রবাসী কল্যাণ মন্ত্রী আরও বলেন, প্রবাসী কর্মীদের জীবনমান উন্নয়নে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড বিভিন্ন ধরনের প্রকল্প যেমন- প্রবাসী পল্লী, হাসপাতাল, বোর্ডের অধীনে বিশেষায়িত বিমা কোম্পানি, প্রত্যাগত কর্মীদের কর্মসংস্থানে প্রকল্প, বিদেশ গমনের আগে মেডিকেল পরীক্ষার জন্য ডায়াগনোস্টিক সেন্টার স্থাপনসহ নানামুখী উদ্যোগ নিতে পারে।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে নুরুল ইসলাম বলেন, আপনারা হচ্ছেন এ প্রতিষ্ঠানের সবচেয়ে সৌভাগ্যমান মানুষ। আপনারা এমন একটি প্রতিষ্ঠানে চাকরি করেন যেখান থেকে সারা দেশের সব প্রান্তের এতিম ও অসহায় মানুষের কল্যাণে কাজ করতে পারছেন। এ মহৎ কাজে আপনাদের সঙ্গে আমি কাজ করার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার মো. ইফতেখার হায়দার, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক বেগম শামছুন নাহার এবং বায়বার সভাপতি মো. আবুল বাসার।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
জেপি/এমজেএফ/