ঢাকা: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র অভিযানে গত ৪ বছরে ১ কোটি ৭৫ লাখ ৭৪৫ পিস ইয়াবা উদ্ধার হয়েছে। এর মধ্যে ২০১৫ সালে সবচেয়ে বেশি ৫২ লাখ ১৯ হাজার ৮৫ পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি।
মঙ্গলবার (জানুয়ারি ১৯) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি এ তথ্য জানায়।
বিজিবির সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা জানান, চট্টগ্রাম ও কক্সবাজারের সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে এসব ইয়াবা উদ্ধার হয়।
বিজিবি সূত্র জানায়, ২০১১ সালে পরিচালিত অভিযানে ৪ লাখ ৩৭ হাজার ৯শ’ ৯১ পিস ইয়াবা উদ্ধার হয়। ২০১২ সালে উদ্ধার হয় ৮ লাখ ৪শ’ ৩ পিস ইয়াবা, ২০১৩ সালে বেড়ে দাঁড়ায় ১০ লাখ ৮২ হাজার ৫শ’ ৪৮ পিসে। ২০১৪ সালে দ্বিগুণের বেশি উদ্ধার হয়। এ বছর উদ্ধার হয় ২৫ লাখ ৩৫ হাজার ৭শ’ ১৮ পিস ইয়াবা। ২০১৫ সালে ৫২ লাখ ১৯ হাজার ৮৫ পিস উদ্ধার হয়। এছাড়াও চলতি বছর ১৮ জানুয়ারি উদ্ধার হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৯৯০ পিস।
সূত্র জানায়, ২০১৫ সালে ৩৮৩ জন ইয়াবা পাচারকারীকে আটক করে বিজিবি । এর মধ্যে ২৬২ জনের বিরুদ্ধে মামলাসহ থানায় সোপর্দ ও ১২১ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেওয়া হয়।
এছাড়া চলতি বছর অর্থাৎ ১৮ জানুয়ারি পর্যন্ত ৮ জনকে আটক করে থানায় মামলা দায়ের হয়েছে। পাশাপাশি ৫ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেওয়া হয়।
বাংলাদেশ সময় : ১৮৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
এনএ/এমজেএফ