সিলেট: হকারমুক্ত ফুটপাত নগরবাসীর দীর্ঘদিনের দাবি। মহানগরীর বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরাও এ নিয়ে বিভিন্ন সময় আন্দোলন করেছেন।
মঙ্গলবার (১৯ জানুয়ারী) থেকে নগরীর ফুটপাত থেকে হকার উচ্ছেদে নেমেছে সিটি করপোরেশন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২০ জানুয়ারী) পর্যন্ত এ অভিযান চলবে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুজ্জামান।
মো. শরীফুজ্জামানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানের শুরুতে নগরীর তালতলা পয়েন্ট ও আশেপাশের ফুটপাত থেকে হকারদের স্থাপনা সরিয়ে নিতে ৩০ মিনিট সময় বেঁধে দেওয়া হয়। নির্দেশের পরপরই হকাররা নিজেরাই স্থাপনা গুটিয়ে চলে যান।
পরে সুরমা মার্কেট পয়েন্ট হয়ে সার্কিট হাউস পর্যন্ত অভিযান চলে। পর্যায়ক্রমে বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা, দরগাগেট, মাজার গেট এলাকায় অভিযান পরিচালিত হয়।
দিনভর পরিচালিত এ অভিযান শেষ হয় বিকেল ৫টায় শাহজালাল (রহ.) মাজার গেট এলাকায় গিয়ে।
এদিকে, হকার উচ্ছেদের এ অভিযানকে স্বাগত জানিয়েছেন নগরবাসী ও স্থানীয় মার্কেটের ব্যবসায়ীরা। এ উদ্যোগ পরবর্তী সময় অব্যাহত রাখতে সিটি কর্পোরেশনের প্রতি আহবানও জানিয়েছেন তারা।
এ ব্যাপারে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুজ্জামান বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ও নাগরিকদের সুবিধার্থে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফর উপলক্ষে এ অভিযান পরিচালিত হচ্ছে ঠিকই, তবে আগামীতেও তা অব্যাহত থাকবে। রাস্তা ও ফুটপাত দখলকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।
বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘন্টা, জানুয়ারী ১৯, ২০১৬
এনইউ/আরএইচ