বরিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. এস এম সিরাজুল ইসলাম।
তিনি এতোদিন ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক (শৃঙ্খলা) হিসেবে দায়িত্বরত ছিলেন।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব (পার-২) এ কে এম ফজলুল হক স্বাক্ষরিত এক স্মারকের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
এতে পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত তার নামের শেষে পরিচালক (চঃদাঃ), শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবহার করতে বলা হয়েছে। তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বদলি/পদায়ন করা হলো বলেও উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, সোমবার (১৮ জানুয়ারি) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগে হাসপাতালের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ডা. মো. নিজামউদ্দিন ফারুক, উপ-পরিচালক মো. সহিদুল ইসলাম হাওলাদার ও প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল জলিলকে সাময়িকভাবে বরখাস্ত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
এর পরপরই নিয়োগপ্রাপ্ত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ২২৬ জন কর্মচারীর নিয়োগ পর্বের কার্যকারিতা স্থগিত করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
এসআই