ঢাকা: বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে আট দিনব্যাপী ‘জাতীয় পিঠা উৎসব-১৪২২’।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের সভাপতি ম. হামিদ এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
সম্মেলনে হামিদ জানান, জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের আয়োজনে কফি হাউজের তত্ত্বাবধানে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এ উৎসব।
শিল্পকলা একাডেমির ৯ম বারের মতো আয়োজিত উৎসবে ২০টি সিঙ্গেল স্টল, ১৩টি ডাবল স্টল, সব মিলিয়ে প্রায় ৪০টি স্টল অংশ নেবে। এতে গ্রাম-বাংলার ১৬৮ রকমের পিঠা থাকবে।
ওই দিন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও পিঠা উৎসবের উদ্বোধন করবেন শিল্পী রফিকুন নবী।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে থাকবেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আজাদ রহমান, রামেন্দু মজুমদার, আতাউর রহমান ও ড. মুহাম্মদ সামাদ।
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
এমআইকে/ওএইচ/আরআই