পঞ্চগড়: ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কাছে পঞ্চগড়ের বিলুপ্ত ছিটমহলের নকশা ও ভূমি মালিকানার হাল তথ্য হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের সচিব মেছবাহ উল আলম ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল জলিলের কাছে এসব হস্তান্তর করেন।
পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহমুদুল আলম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. রফিউল আলম, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে পরিচালক (জরিপ) মো. আনোয়ার হোসেন, উপসচিব মো. রফিকুল ইসলাম, দিনাজপুরের জোনাল সেটেলমেন্ট অফিসার মো. জাকির হোসেন, পঞ্চগড়ের পুলিশ সুপার মো. গিয়াস উদ্দীন আহমদ ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ গোলাম আযম বক্তব্য রাখেন।
সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পাঁচ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গত বছরের ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত জেলার বিলুপ্ত ৩৬টি ছিটমহলের ভূমি জরিপে ১১ হাজার ৯৩২ দশমিক ৭৪ একর জমির কলমি নকশা ও মালিকানার হাল তথ্য হস্তান্তর করা হয়।
বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
এসআর