ঢাকা: বাংলাদেশে বিভিন্ন সম্ভাবনাময় ক্ষেত্রে বিনিয়োগের জন্য কাতারের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) বাংলাদেশে নিযুক্ত কাতারের নতুন রাষ্ট্রদূত আহমেদ বিন মোহাম্মেদ নাসের আল দোহালিমি পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।
এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কাতারের বিনিয়োগকারীরা বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি, মৎস্য, কৃষি, জৈব প্রযুক্তি, টেক্সটাইল, আইটি, রিয়েল এস্টেট এবং অন্যান্য প্রতিযোগিতামূলক খাতে বিনিয়োগে উৎসাহিত হবেন। ’
বৈঠককালে পররাষ্ট্রমন্ত্রী ও কাতারের রাষ্ট্রদূত উভয়ই দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।
কাতারের রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানিয়ে তার দায়িত্ব পালনকালে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন পররাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশ সময়: ২৩৪২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
জেপি/পিসি