রাজশাহী: অবিভক্ত বাংলার প্রাদেশিক আইন পরিষদ সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, উত্তরাঞ্চল তথা বাংলাদেশে শিক্ষাবিস্তারে অগ্রদূত, রাজশাহী পৌরসভার আদর্শ চেয়ারম্যান, বিশিষ্ট আইনজীবী মাদার বখশের ৪৯তম মৃত্যুবার্ষিকী বুধবার(২০ জানুয়ারি)।
দিনটি যথাযথ মর্যাদায় পালনের জন্য রাজশাহীতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আআমস আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন- রাকসুর সাবেক ভিপি সিপিবির কেন্দ্রীয় নেতা রাগিব আহসান মুন্না।
প্রধান আলোচক থাকবেন রাজশাহী লেখক পরিষদের সভাপতি বিশিষ্ট কবি লেখক ও প্রাবন্ধিক মুক্তিযোদ্ধা অধ্যাপক রুহুল আমিন প্রমাণিক।
আলোচনা সভায় ‘রাজশাহীতে শিক্ষার অগ্রদূত জননেতা মাদার বখশের জীবন ও সাধনা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করবেন রাজশাহী লেখক পরিষদের সাধারণ সম্পাদক ড. তসিকুল ইসলাম রাজা। অনুষ্ঠান পরিচালনা করবেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুর রহমান।
বাংলাদেশ সময়: ০১০১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
এসএস/পিসি