কক্সবাজার: কক্সবাজার শহরের বড় বাজারের পশ্চিম রাখাইন পাড়া থেকে নুরুন নাহার (৫০) নামের এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাসা থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়।
নুরুন নাহার স্বামী পরিত্যক্তা। তিনি ওই এলাকার মৃত আনোয়ারের মেয়ে। সুদের ব্যবসা করতেন তিনি।
নুরুন নাহারের বোন ইয়াছমিন আক্তার বাংলানিউজকে জানান, নুরুন নাহার অনেকদিন ধরে রাখাইন পাড়ায় হাফেজ আহম্মদের ভাড়া বাসায় একা বসবাস করে আসছিলেন। তিনি প্রতিদিন নিয়ম করে সকালে ঘুম থেকে উঠলেও আজ দেরি করায় সন্দেহ হয়। পরে ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করলে নুরুন নাহারের দেহ অসাঢ় অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখা যায়।
তার কান ও নাকে রক্তের দাগ ছিল। ঘরের সব জিনিসপত্র এলোমেলো অবস্থায় ছিল। আলমিরার দরজা ভাঙ্গা। বেড়ার ঘরের পিছনের অংশ ভাঙ্গা। ঘরে থাকা টাকা, স্বর্ণালংকার ও ব্যবসার সব কাগজপত্র লুট হয়েছে।
সুদের ব্যবসা নিয়ে তার সঙ্গে অনেকের লেনদেন ছিল। রাতে কেউ ঘরে ঢুকে তাকে খুন করে সব নিয়ে পালিয়ে গেছে বলেও দাবি করেন নিহতের বোন।
কক্সবাজার সদর থানার ওসি আসলাম হোসাইন খান বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ওই নারীর মৃত্যু হয়েছে। তবে পরিবারের দাবি ওই নারীকে খুন করা হয়েছে। প্রকৃত ঘটনা ময়না তদন্তের পর জানা যাবে।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
টিটি/আইএসএ/টিসি