গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে গাছের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ব্যক্তির (৪২) পরিচয় মিলেছে।
তিনি নীলফামারী জেলার ডোমার উপজেলার গোসাইডোল গ্রামের নুরুল ইসলামের ছেলে আব্দুল খালেক।
বুধবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে শহরের মহিলা ডিগ্রি কলেজ এলাকায় সংঘটিত ওই দুর্ঘটনায় কমপক্ষে ১৫ যাত্রী আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা উল্লাস পরিবহনের যাত্রীবাহী একটি বাস রংপুর যাচ্ছিল। বাসটি মহিলা ডিগ্রি কলেজ এলাকায় বিপরীতমুখী একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে সড়কের পাশে রেইনট্রি গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় বাসটি সড়ক সংলগ্ন একটি বাড়িতে ঢুকে পড়ে।
এতে ঘটনাস্থলেই নিহত হন আব্দুল খালেক। আহত হন অন্তত ১৫ যাত্রী।
আহতদের মধ্যে নয়জনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ ও স্থানীয়রা। এর মধ্যে চারজন অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, দুমড়ে-মুচড়ে যাওয়া বাসের মধ্যে আটকা পড়া এক যাত্রীকে সকাল ১১টায় উদ্ধার করে হাইওয়ে ও ফায়ার সার্ভিস কর্মীরা। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফুয়াদ রোহানী বাংলানিউজকে জানান, নিহত আব্দুল খালেক বাসের ড্রাইভার নাকি হেলপার ছিলেন তা নিশ্চিত হওয়ার জন্য পরিবারের সদস্যরা ঘটনাস্থলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এছাড়া আহতদের মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বাসের সুপারভাইজার আশরাফুল ইসলামের মৃত্যুর খবর শোনা গেলেও বিষয়টি দুপুর পৌনে ১টা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
আরএ/
** গোবিন্দগঞ্জে বাস দুর্ঘটনায় নিহত ১