ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কোটালীপাড়ায় শিক্ষা সফরের গাড়ি ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
কোটালীপাড়ায় শিক্ষা সফরের গাড়ি ভাঙচুর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: শিক্ষা সফরের বাস থেকে স্কুলছাত্রের হাতে পথচারী এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানি চেষ্টার ঘটনায় ওই বাসে ভাঙচুর করেছেন স্থানীয় বিক্ষুব্ধরা।

বুধবার (২০ জানুয়ারি) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পয়সারহাট-গোপালগঞ্জ সড়কের মহুয়ার মোড়ে এ ঘটনা ঘটে।

এতে ওই বাসে থাকা অন্তত ১০ স্কুলছাত্র আহত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে বরিশালের উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাসযোগে বার্ষিক শিক্ষা সফরে নড়াইল ইকোপার্কে যাচ্ছিল। সকাল ১০টার দিকে বাসটি কোটালীপাড়া উপজেলার মহুয়ার মোড় অতিক্রম করার সময় বাসে থাকা এক ছাত্র জানালা দিয়ে হাত বের করে কোটালীপাড়ার শাহানা রশীদ বালিকা উচ্চ বিদ্যালয়গামী এক ছাত্রীর ওড়না ধরে টান দেয়।

এ ঘটনায় স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে ওই বাসে হামলা করে ভাঙচুর করেন। এতে ১০ ছাত্র আহত হয়।

তবে উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবু জাফর মো. ছালে সাংবাদিকদের বলেন, তার ছাত্র ওই ছাত্রীর ওড়না ধরে টান দেয়নি। তাদের আগের বাস থেকে কেউ ওই ছাত্রীর গায়ে পানি ছুড়েছে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। আহতদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ করেনি।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।