বেনাপোল (যশোর): বেনাপোল চেকপোস্টে অবস্থিত আবাসিক হোটেল সোনার বাংলার মালিক আবু তালেবকে নারী পাচার মামলায় গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার হোটেল থেকে দুই তরুণীকে উদ্ধার করা হয়েছে।
বুধবার (২০ জানুয়ারি) ভোর ৪টার দিকে বেনাপোল পোর্টথানা পুলিশ তাকে আটক করে। তিনি যশোরের ঝিকরগাছা এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।
পুলিশ জানায়, তাদের কাছে অভিযোগ ছিল হোটেল মালিক আবু তালেব দেশের বিভিন্ন স্থান থেকে তরুণীদের এনে দেহ ব্যবসার পাশাপাশি ভারতে পাচার করে আসছিলেন। গোপন খবরের ভিত্তিতে তার সোনার বাংলা হোটেলে অভিযান চালিয়ে তাকে আটকসহ দুই তরুণীকে উদ্ধার করা হয়।
বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) আব্দুর রহিম বাংলানিউজকে জানান, আটক হোটেল মালিকের বিরুদ্ধে নারী পাচারের মামলা এবং তরুণীদের বিরুদ্ধে পতিতাবৃত্তির অভিযোগ দিয়ে দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।
গত মাসেও এ হোটেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কয়েকজন নারীসহ আবু তালেবকে আটক করে। সে সময় তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
আরএ