ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বেনাপোলে নারীপাচার মামলায় হোটেল মালিক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
বেনাপোলে নারীপাচার মামলায় হোটেল মালিক গ্রেফতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল (যশোর): বেনাপোল চেকপোস্টে অবস্থিত আবাসিক হোটেল সোনার বাংলার মালিক আবু তালেবকে নারী পাচার মামলায় গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার হোটেল থেকে দুই তরুণীকে উদ্ধার করা হয়েছে।



বুধবার (২০ জানুয়ারি) ভোর ৪টার দিকে বেনাপোল পোর্টথানা পুলিশ তাকে আটক করে। তিনি যশোরের ঝিকরগাছা এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।

পুলিশ জানায়, তাদের কাছে অভিযোগ ছিল হোটেল মালিক আবু তালেব দেশের বিভিন্ন স্থান থেকে তরুণীদের এনে দেহ ব্যবসার পাশাপাশি ভারতে পাচার করে আসছিলেন। গোপন খবরের ভিত্তিতে তার সোনার বাংলা হোটেলে অভিযান চালিয়ে তাকে আটকসহ দুই তরুণীকে উদ্ধার করা হয়।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) আব্দুর রহিম বাংলানিউজকে জানান, আটক হোটেল মালিকের বিরুদ্ধে নারী পাচারের মামলা এবং তরুণীদের বিরুদ্ধে পতিতাবৃত্তির অভিযোগ দিয়ে দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।

গত মাসেও এ হোটেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কয়েকজন নারীসহ আবু তালেবকে আটক করে। সে সময় তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।