সিলেট থেকে: হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে প্রথমে প্রধানমন্ত্রী সিলেটের আম্বরখানা দরগা মহল্লার হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন।
এর আগে বেলা ১১টায় ৫৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী একটি হেলিকপ্টার ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিকেল ৩টায় সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।
এ সময় প্রধানমন্ত্রী মাদ্রাসা মাঠ থেকে অনেকগুলো উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ড. এম. এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবন, আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স, জৈন্তাপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন, সিলেট এপিবিএনের ব্যারাক ভবন, সিলেট জেলার ওসমানীনগর থানা ভবন, দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য নির্মিত হোস্টেল ভবন, সিলেট সদরের ৩০ শয্যা বিশিষ্ট খাদিমপাড়া হাসপাতাল, এমসি কলেজের মাঠের সীমানা প্রাচীর ও গেট, সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালকে ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালে রূপান্তর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের উদ্বোধন করবেন।
এছাড়া সিলেট আউটার স্টেডিয়াম, খসরূপুর বাজার জিসি-পৈলানপুর-বালাগঞ্জ জিসি সড়ক উন্নয়ন, হরিপুর জিসি-গাছবাড়ী জিসি সড়ক উন্নয়ন (কানাইঘাট অংশ), মৈয়াখালী বাজার-আর অ্যান্ড সুইচ (বারোহাল ইউপি অফিস) ভায়া হাটুবিল মাদ্রাসা সড়ক উন্নয়ন, নারী পুলিশ ডরমেটরি ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ, শাহ পরাণ থানা ভবন নির্মাণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বিভাগীয় ও জেলা অফিস নির্মাণ, সিলেট বিভাগীয় ও জেলা এনএসআই কার্যালয় ভবন নির্মাণ, তামাবিল স্থলবন্দর নির্মাণ, হযরত গাজী বোরহান উদ্দিন (রহ.) মাজার ৩ তলা বিশিষ্ট মসজিদ, মহিলা এবাদতখানা ও সংযোগ সড়ক নির্মাণ কাজ, সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ও সিলেট জেলা সিভিল সার্জন কার্যালয় ভবন নির্মাণ কাজ এবং বাংলাদেশ হাইটেক পার্কের বাস্তবায়নাধীন সিলেট ইলেকট্রনিক সিটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
জনসভা শেষে বিকেলে ঢাকা ফিরবেন শেখ হাসিনা।
বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
এমইউএম/এনইউ/জেডএস
** শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
** সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
** প্রধানমন্ত্রীর অপেক্ষায় সিলেট