ঢাকা, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

যশোরের এসপি ‘পিপিএম’ পদক পাচ্ছেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২৪, জানুয়ারি ২২, ২০১৬
যশোরের এসপি ‘পিপিএম’ পদক পাচ্ছেন মো. আনিসুর রহমান

যশোর: রাষ্ট্রপতির পুলিশ পদকের (পিপিএম) জন্য মনোনীত হয়েছেন যশোরের পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমান।

২৬ ফেব্রুয়ারি রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে এ পদক পরিয়ে দেবেন।



একই দিন যশোরে দায়িত্বরত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. হায়দার আলীকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) পরিয়ে দেবেন প্রধানমন্ত্রী।

পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি অফিসের একাধিক সূত্র বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছে।

সূত্রগুলো আরও জানায়, ২০১৫ সালে সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলার মাধ্যমে প্রশংসনীয় অবদান রাখায় পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ১০২ সদস্যকে পুলিশের বিভিন্ন পদকের জন্য মনোনীত করা হয়েছে।

পিপিএম পদক মনোনীত যশোরের এসপি মো. আনিসুর রহমান ২০তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়ে ২০০১ সালে চাকরিতে যোগদান করেন। তিনি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার শংকরপাশা গ্রামের বাসিন্দা।

বাংলাদেশ সময়: ০৮২৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।