ঢাকা, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পোড়াবস্তিতে রহস্যজনক আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৫, জানুয়ারি ২২, ২০১৬
পোড়াবস্তিতে রহস্যজনক আগুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: রাজধানীর কল্যাণপুর নতুনবাজার এলাকায় পোড়াবস্তিতে রহস্যজনকভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।



শুক্রবার (২২ জানুয়ারি) সকাল ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মিজানুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানান।

ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলেও জানান তিনি।

মিজানুর রহমান বলেন, ‘স্থানীয় বিক্ষুব্ধ জনতা বস্তিতে আগুন লাগিয়েছে বলে আমরা ধারণা করছি। তবে আগুন লাগার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ’

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬/আপডেট: ১১০৫ ঘণ্টা
এনএ/টিআই

**  কল্যাণপুরে উচ্ছেদ অভিযান বন্ধ ঘোষণা
** কল্যাণপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ
** কল্যাণপুর বস্তি উচ্ছেদে তিনমাসের নিষেধাজ্ঞা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।