ঢাকা: রাজধানীর কল্যাণপুর নতুনবাজার এলাকায় পোড়াবস্তির আট নম্বর অংশে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। এতে ৬০-৭০ বাড়ি পুড়ে যায়।
তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এবং ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণও জানা যায়নি।
অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ও প্রত্যক্ষদর্শী পোড়াবস্তির বাসিন্দা আয়েশা বেগম (৪০) বাংলানিউজকে জানান, সকালে কয়েকজন ব্যক্তি অতর্কিতভাবে তার ঘুরে ঢুকে। তাদের এভাবে ঘুরে ঢোকার কারণ জানতে চাইলে, তারা আয়েশাকে ধাক্কা দিয়ে ফেল দেয় এবং সঙ্গে সঙ্গে ওই ঘরে আগুন লাগিয়ে দেয়। পরে সেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
এ অগ্নিকাণ্ডের ঘটনায় বস্তির ৬০ থেকে ৭০টি ঘর পুড়ে গেছে বলেও দাবি করেন বস্তিবাসী নুরুল হক (৩৫)।
এর আগে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ওই বস্তি উচ্ছেদকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বস্তিবাসীর কয়েক দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হন। পরে দুপুরে হাইকোর্ট ওই বস্তি উচ্ছেদ-কার্যক্রমে তিন মাসের নিষেধাজ্ঞা দিলে আংশিক উচ্ছেদ করেই ফিরে যায় হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট কর্তৃপক্ষ। শুক্রবার সেই বস্তির একটি অংশে আগুনের ঘটনা ঘটলো।
বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
এনএন/এজেএস/টিআই
** পোড়াবস্তির রহস্যজনক আগুন নিয়ন্ত্রণে
** কল্যাণপুরে উচ্ছেদ অভিযান বন্ধ ঘোষণা
** কল্যাণপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ
** কল্যাণপুর বস্তি উচ্ছেদে তিনমাসের নিষেধাজ্ঞা