ঢাকা, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রংপুরের মিঠাপুকুরে যুবকের লাশ উদ্ধার

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২১, জানুয়ারি ২২, ২০১৬
রংপুরের মিঠাপুকুরে যুবকের লাশ উদ্ধার

রংপুর: রংপুরের মিঠাপুকুর উপজেলার রানিপুকুর এলাকা থেকে আবুল কালাম আজাদ (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার(২২জানুয়ারি) সকাল ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।



আবুল কালাম আজাদ ময়েনপুর ইউনিয়নের জগদিশপুর গ্রামের নওশাদ আলির ছেলে।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হুমায়ুন কবির বাংলানিউজকে জানান, রানিপুকুর এলাকার হল্লারপাড়ে একটি গছের ডালে এক যুবকের ঝুলন্ত লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ। লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তবে, এটি হত্যা না আত্মহত্যা তা তদন্ত ছাড়া বলা যাবে না। নিহতের বাবা বাদী হয়ে মামলা করলে মামলা নেওয়া হবে।

নিহতের বাবা নওশাদ আলি বলেন, আমার ছেলে গত বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি। তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়ধ: ১৬৫১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।