সিলেট: সিলেট আদালতের এজলাস সংকট নিরসনে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
শুক্রবার (২২ জানুয়ারি ) সিলেট সার্কিট হাউসে সিলেট জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
পাশাপাশি সিলেট আদালতে অচিরেই ডিজিটাইলেজশন সিস্টেম উদ্বোধন করার আশাবাদ ব্যক্ত করেন প্রধান বিচারপতি।
সাক্ষাৎকালে প্রধান বিচারপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নবনির্বাচিত আইনজীবী কমিটির নেতৃবৃন্দ। প্রধান বিচারপতিও নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান।
এ সময় উপস্থিত ছিলেন সমিতির নবনির্বাচিত সহ-সভাপতি অশেষ কর, ওলিউল্লাহ মারুফ, লাইব্রেরি সম্পাদক বদরুল ইসলাম জাহাঙ্গীর, সমাজ বিষয়ক সম্পাদক আজাদ আহমদ, নির্বাচন কর্মকর্তা কামরুজ্জামান, সহ-সম্পাদক অ্যাডভোকেট উবায়দুর রহমান ফাহমি, অ্যাডভোকেট জয়নুল হোসেন রুবেল, সদস্য আজিজুর রহমান, মনির উদ্দিন, জেবুন্নাহার সেলিম, দিলিপ কুমার দাস চৌধুরী, মো. ওবায়দুর রহমান, মো. এখলাছুর রহমান, মো. আলিম উদ্দিন, জ্যোর্তিময় পুরকায়স্থ কাঞ্চন, শামীম আহমদ সিদ্দিকী, সুজিত কুমার বৈদ্য, আক্তার উদ্দিন আহমদ টিটু।
এছাড়াও সুপ্রিম কোর্টের প্রধান রেজিস্ট্রার সৈয়দ আমিনুল ইসলাম, সিলেটের জেলা ও দায়রা জজ মনির আহমদ পাটোয়ারী, মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধাসহ অন্যান্য বিচারকরা, জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
এনইউ/আরআই