ঢাকা: বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে গাজীপুরের কালিয়াকৈরের জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে শুক্রবার (২২ জানুয়ারি) শুরু হয়েছে অষ্টম জাতীয় কাব ক্যাম্পুরি। যা চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত।
শনিবার (২৩ জানুয়ারি) গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ক্যাম্পুরির উদ্বোধন করবেন।
স্কাউটসের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যাম্পুরিতে দেশের বিভিন্ন উপজেলা থেকে ৮ হাজার কাব স্কাউট ও কর্মকর্তা অংশ নিচ্ছেন।
এরইমধ্যে ক্যাম্পুরি ময়দানে আসতে শুরু করেছেন কাব স্কাউট ও কর্মকর্তারা।
ক্যাম্পুরি হচ্ছে কাব স্কাউটদের জন্য সবচেয়ে বড় শিক্ষামূলক সমাবেশ ও মিলনমেলা। এখান থেকে অভিজ্ঞতা সঞ্চয়ের মাধ্যমে অংশগ্রহণকারীর আত্ম-প্রত্যয়ী হয়ে সমাজ ও দেশ গঠনে উল্লে¬খযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হবে।
এদিকে শনিবার, ২৩ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ক্যাম্পুরির উদ্বোধন করবেন।
আর গাজীপুরের মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে উদ্বোধনী মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
অনুষ্ঠানটি গণভবন ও জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র থেকে বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে বলে ওই প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
এমএ/