ঢাকা: প্রথমবারের মতো বঙ্গবন্ধু গোল্ডকাপের শিরোপা জিততে মাঠে নেমেছে নেপাল ও বাহরাইন। স্বাগতিক বাংলাদেশ ফাইনালের এই মঞ্চে না থাকলেও আন্তর্জাতিক এই টুর্নামেন্টের শিরোপা জয়ীদের হাতে পুরস্কার তুলে দিতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুক্রবার ( ২২ জানুয়ারি) সন্ধ্যায় শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামে নেপাল-বাহরাইন। খেলার শেষ খবর পাওয়া পর্যন্ত নেপাল ১-০ গোলে এগিয়ে ছিলো বাহরাইনের বিরুদ্ধে।
টুর্নামেন্টের ‘এ’ গ্রুপের রানার্সআপ হয়ে সেমিফাইনালে ওঠে নেপাল। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট মালদ্বীপকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে বালগোপাল মহারজনের শিষ্যরা।
অন্যদিকে আরেক সেমিফাইনালে স্বাগতিক বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট করে নেয় আসরের চমক দেখানো দল বাহরাইন।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ২২ জানুয়ারি, ২০১৬
এমইউএম/আরআই