রাজশাহী: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, বাংলাদেশে পরিবর্তনের ছোঁয়া লেগেছে। ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশ দুর্বার গতিতে সামনে এগিয়ে যাচ্ছে।
শুক্রবার (২২ জানুয়ারি) বিকেলে রাজশাহী গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কার্যালয়ে রাজশাহী গণপূর্ত জোনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতিবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রতিটি সেক্টরের উন্নয়ন হয়েছে। ২০০৮ সালে বিদ্যুৎ উৎপাদন যেখানে ছিল ২৩০০ মেগাওয়াট বর্তমানে তা ১৪০০০ মেগাওয়াটে পৌঁছেছে। ২০২১ সালের মধ্যে আমরা ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করব। বর্তমানে সবজি উৎপাদনে বিশ্বে আমাদের অবস্থান তৃতীয়। আমরা ৫০ হাজার মেট্রিক টন উদ্বৃত্ত চাল বিদেশে রপ্তানি করতে পেরেছি।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের অন্যান্য দপ্তর, অধিদপ্তরের মতো গণপূর্ত অধিদপ্তরও তার মেধা, কৌশল ও শ্রম কাজে লাগিয়ে দিন দিন উন্নতি করছে। কাজের মান বৃদ্ধির সঙ্গে সঙ্গে কাজের পরিধিও বেড়েছে। দেশের প্রতিটি নাগরিক কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করলে ২০২১ সালের আগেই মধ্যম আয়ের দেশে পৌঁছাতে সক্ষম হবে।
মতবিনিময়কালে কর্মকর্তা-কর্মচারীরা মন্ত্রীর কাছে তাদের পেশাগত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। মন্ত্রী তাদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে দেশের উন্নয়নের স্বার্থে সবাইকে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।
গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. হাফিজুর রহমান মুন্সীর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈনউদ্দিন আব্দুল্লাহ, এনএইচএ-এর চেয়ারম্যান খন্দকার আখতারুজ্জামান উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী র্যাব-৫ এর আঞ্চলিক অফিস ভবন, রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত ভবনসহ গণপূর্ত অধিদপ্তরের নির্মিত ও নির্মিতব্য বিভিন্ন ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেন।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
এসএস/এমজেএফ/