ফরিদপুর: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি বলেছেন, জাতীয় কবি নজরুল ইসলাম তার সৃজনশীল প্রতিভায় বাঙালি চেতনাকে ধারণ করতে পেরেছিলেন। নজরুলের লেখনি মুক্তিযুদ্ধ থেকে শুরু করে যেকোন জাতীয় ক্রান্তিকালে আমাদের অনুপ্রেরণা দেয়।
তিনি বলেন, নজরুল ছিলেন মানবতা ও সাম্যের কবি যিনি আপাদমস্তক অসাম্প্রদায়িক। নজরুলের লেখায় হিন্দু ও মুসলিম সম্প্রীতি অত্যন্ত সুস্পষ্টভাবে ফুটে উঠেছে।
শুক্রবার (২২ জানুয়ারি) বিকেলে ফরিদপুরের অম্বিকা ময়দানে প্রধান অতিথি হিসেবে ৩ দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলনের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
বিকেল সাড়ে ৩টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে নজরুল সম্মেলনের বর্ণাঢ্য র্যালি বের হয়ে অম্বিকা ময়দানে গিয়ে শেষ হয়। সেখানে অতিথিরা বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।
নজরুল ইন্সিটিটিউট ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর রফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কবির নাতনি খিলখিল কাজী, নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক ইকরাম আহমেদ, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, জাতীয় কবিতা পরিষদের সাবেক সভাপতি কবি হাবিবুল্লাহ সিরাজী, অধ্যাপক আব্দুল মোতালেব, প্রমুখ।
নজরুল ইন্সটিটিউট ও ফরিদপুর জেলা প্রশাসন আয়োজিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত কবি, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিলেন।
৩ দিনব্যাপী সম্মেলনে আলোচনা সভা, সঙ্গীত প্রশিক্ষণ, একক ও দলীয় আবৃত্তি, সঙ্গীত ও নৃত্য পরিবেশন করা হবে।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
আরকেবি/এএসআর