ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে ২ অপহরণকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
লক্ষ্মীপুরে ২ অপহরণকারী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে আব্দুর জাহের রাশেদ নামে এক যুবককে অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবদুল্লাহ আল মামুন (৩০) ও সুজন (২৫) নামে দুই যুবককে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।  
 
শুক্রবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় শহরের আবিরনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় মুক্তিপণ হিসেবে আদায় করা টাকা উদ্ধার করে পুলিশ।   
 
আটক আবদুল্লাহ আল মামুন লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ গ্রামের নজরুল ইসলামের ছেলে ও সুজন আবিরনগরের বিল্লাল হোসেনের ছেলে।
 
পুলিশ জানায়, দুপুরে শহরের একটি প্রাইভেট হাসপাতালের সামনে থেকে জেলার কমলনগর উপজেলার চর মার্টিন এলাকার আব্দুল আওয়ালের ছেলে আব্দুর জাহের রাশেদকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে মুক্তিপণ হিসেবে তিন লাখ টাকা দাবি করেন তারা। অপহৃত রাশেদের পরিবার ৩৫ হাজার টাকা দিলে রাশেদকে ছেড়ে দেয় অপহরণকারীরা।
 
এ ব্যাপারে লক্ষ্মীপুর গোয়েন্দা (ডিবি) পুলিশে অভিযোগ করলে উপ পরিদর্শক (এসআই) পলয় রায় ও সহকারী উপ পরিদর্শক (এএসআই) রেজাউল করিম রেজাসহ ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে দুই অপহরণকারীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৩১ হাজার টাকা উদ্ধার করা হয়।
 
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।