ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রামপুরায় ঠিকাদার গুলিবিদ্ধের ঘটনায় আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
রামপুরায় ঠিকাদার গুলিবিদ্ধের ঘটনায় আটক ১ ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর পূর্ব রামপুরায় ঠিকাদারকে গুলির ঘটনায় নূরা নামে একজনকে আটক করেছে পুলিশ।

রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) সোমেন বড়ুয়া বাংলানিউজকে জানান, ঠিকাদারকে গুলি ও অস্ত্র দিয়ে আঘাত করে পালানোর সময় নূরা নামের একজনকে স্থানীয়দের সহায়তায় আটক করে পুলিশ।

আটক ব্যক্তি স্থানীয় সন্ত্রাসী।

এ সময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও দু’টি কার্তুজ উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে শুক্রবার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পূর্ব রামপুরা মোল্লাবাড়িবাজার দূরবীন ক্যাবলের অফিসের সামনে বাসাই ফকির (২৬) নামে এক স্যানেটারি ঠিকাদারকে গুলি করে দুর্বৃত্তরা। এতে ওই ঠিকাদারের বুকে গুলি লাগে। এছাড়া দুর্বৃত্তরা ‍ তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রেখেছে রামপুরা থানা পুলিশ।

গুলিবিদ্ধের চাচা আবদুল জলিল বাংলানিউজকে বলেন, তিনি (বাসাই ফকির) স্যানেটারি ঠিকারদার। কে বা কারা তাকে গুলি করেছে ও পিটিয়েছে এটি খতিয়ে দেখতে চাই আমরা।

ঢামেক হাসপাতালের সহকারী ক্যাম্প ইনচার্জ সেন্টু চন্দ্র দাশ বাংলানিউজকে জানান, আশঙ্কাজনক অবস্থায় ওই ঠিকাদারকে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ  সময়: ২২৫৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
এসজেএস/এফবি/জেডএস

**  রাজধানীর রামপুরায় ঠিকাদার গুলিবিদ্ধ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।