ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় অারো ৩ জন অাটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় অারো ৩ জন অাটক ছবি: প্রতীকী

ব্রাহ্মণবাড়িয়া: গত ১২ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া শহরজুড়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উপজেলা ছাত্রদলের যুগ্ম অাহ্বায়কসহ আরো তিনজনকে অাটক করেছে পুলিশ। ওই ঘটনায় এ নিয়ে মোট ২১ জনকে আটক করা হলো।



শুক্রবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় শহরের কান্দিপাড়া ও মধ্যপাড়া শান্তিবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের অাটক করা হয়।

অাটকরা হলেন- শহরের কান্দিপাড়া এলাকার টিটন মিয়া (২৬), রুবেল মিয়া (৩২) ও মধ্যপাড়া শান্তিবাগ এলাকার বাসিন্দা সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম অাহ্বায়ক কামরুল ইসলাম সোহেল (২৩)।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুর রহমান তিনজন অাটকের বিষয়টি জানান।

এর আগে এ ঘটনায় গত চারদিনে মোট ১৮ জনকে আটক করে পুলিশ।

উল্লেখ্য, ওইদিনের ঘটনায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পৃথক ১১টি মামলা রুজু করা হয়েছে। এসব মামলায় সাত হাজার পাঁচশ’ ৯৪ জনকে আসামি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৩৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।