বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত থেকে মাইক্রোবাস ভর্তি ১৪ লাখ ৭০ হাজার পিচ আমদানি নিষিদ্ধ বিভিন্ন ধরনের ভারতীয় ট্যাবলেটসহ দুই চোরাচালানকারীকে আটক হয়েছে।
শুক্রবার (২২ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ৯টার দিকে বেনাপোল সীমান্তের কাগজপুকুর নামক গ্রাম থেকে ট্যাবলেটসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন- যশোরের পালবাড়ি এলাকার মজন আলী সরদারের ছেলে হাবিবুর রহমান (২৭) ও পুরাতন কসবা এলাকার সুরাব হাওলাদারের ছেলে তরিকুল (২৬)।
বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর আসে সীমান্ত পথে ভারত থেকে চোরাকারবারীরা বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ট্যাবলেটের একটি চালান নিয়ে এপারে প্রবেশ করছে। এসময় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে বেনাপোলের কাগজপুকুর থেকে যশোরগামী একটি মাইক্রোবাস ধাওয়া করে।
পরে ওই মাইক্রোবাসের ভেতর থেকে ১৪ লাখ ৭০ হাজার পিচ আমদানি নিষিদ্ধ ভারতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় দুই চোরাকারবারীকে আটক করা হয়।
২৬ ব্যাটালিয়নের বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের সুবেদার আইয়ুব হোসেন বাংলানিউজকে বলেন, আটকদের বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দ করা হবে।
বাংলাদেশ সময়: ০১২১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
জেডএস