চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা সদরের পূর্ব বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
শনিবার (২৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন- কালু মিয়ার লেপ-তোষকের দোকান, রিপনের সেলুন, টেলু মিয়া ও জামাল হোসেনের মুদি দোকান, নাছির হোসেনের কনফেকশনারী, তাহের মিয়ার মোবাইল ফোন ও রুস্তম আলীর সার-কীটনাশকের দোকান।
এছাড়া মার্কেন্টাইল ব্যাংক ফরিদগঞ্জ শাখার সাইনবোর্ড, সামনের গ্লাস ও ৫টি এসির বাইরের অংশ ও ৮০ লাখ টাকা মূল্যের সার্ভে মেশিনটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তা আরিফুল ইসলাম।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বাংলানিউজকে জানান, দুপুরে হঠাৎ করেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস ও চাঁদপুর ফায়ার সার্ভিসের টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
চাঁদপুর সদর উত্তর ফায়ার স্টেশনের সিনিয়র কর্মকর্তা মো. ইকবাল হোসেন অগ্নিকাণ্ডের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
পিসি