সাতক্ষীরা: সাতক্ষীরায় মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ জানুয়ারি) সাতক্ষীরা শহরের মোজাফফর গার্ডেনে অগ্রণী ব্যাংক লিমিটেড এ কর্মশালার আয়োজন করে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিটের উপ মহাব্যবস্থাপক হাবিবুর রহমান তালুকদার।
অগ্রণী ব্যাংক লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক আশরাফ-উল-ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অগ্রণী ব্যাংকের উপ মহাব্যবস্থাপক মির্জা মো. শাহাদাত হোসেন ও স্বাগত বক্তব্য রাখেন সহকারী মহাব্যবস্থাপক রফিক-উদ-দৌল্যা।
কর্মশালায় সাতক্ষীরায় কর্মরত সরকারি-বেসরকারি ২৫টি ব্যাংকের ৫৬ জন কর্মকর্তা অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
এসআর