ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডোমারে সোমবার অর্ধদিবস পরিবহন ধর্মঘট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
ডোমারে সোমবার অর্ধদিবস পরিবহন ধর্মঘট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: নীলফামারীর ডোমার উপজেলায় আগামী সোমবার অর্ধদিবস পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে উপজেলা শ্রমিক ঐক্য পরিষদ।

মোটর শ্রমিক নেতা আব্দুল ওয়াদুদের (৬০) ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও বিচার দাবিতে শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেওয়া হয়।



শ্রমিক নেতা বেলাল হোসেনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের সাবেক সভাপতি আতিয়ার রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সেলিম রেজা, সহ সাধারণ সম্পাদক ইলিয়াছ হোসেন, উপজেলা ট্রাক,  ট্যাংক ও লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মেরাজুল হক, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আক্তারুল হক প্রমুখ।

২০১৫ সালের ২৯ ডিসেম্বর রাত ৯টার দিকে ডোমার উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল ওয়াদুদকে তার বাসার সামনে এলোপাতারি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।   এ ঘটনায় গত ২ জানুয়ারি ডোমার থানায় মামলা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬২২ জানুয়ারি ২৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।