রাজশাহী: ‘ভিন্ন স্বাদের ভিন্ন রান্না’ স্লোগানে রাজশাহীতে অনুষ্ঠিত হলো নারীদের রান্না প্রতিযোগিতা।
শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে নগরীর নাননিং কমিউনিটি সেন্টারে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
রাজশাহী জেলা উইমেন বিজনেস ফোরামের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় ২৫ জন অংশ নেন।
হাঁসের মাংস, ভুনা খিচুড়ি, লুচি প্রতিযোগিতার শেষে ৫ জন নারীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপ্যাডিক বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ডা. বি কে দাম।
বিশেষ অতিথি ছিলেন রাজশাহী নিউ গর্ভমেন্ট ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ফরিদা পারভীন, নারী উদ্যোক্তা জায়তুনা খাতুন ও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের পরিচালক সেকেন্দার আলী।
উপস্থিত ছিলেন রান্না প্রতিযোগিতার প্রধান উদ্যোক্তা জেলা উইমেন বিজনেস ফোরামের সভাপতি অধ্যাপিকা রোজেটি নাজনীন।
বিচরাক প্যানেলে ছিলেন মুশরাৎ জাহান ও ফারহানা আক্তার ইতু।
শেষে প্রতিযোগীদের মধ্যে থেকে তাহমিনা তানজিলা, নাসরিন হুদা, খাদিজা খাতুন, তাহেরা হাসানতামান্না সাবিরার হাতে বিজয়ী পুরস্কার তুলে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
এসএস/এমএ